
জিপিএইচ ইস্পাত প্ল্যান্ট পরিদর্শন মার্কিন প্রতিনিধি দলের
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ২২:৪২ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ২২:৪২
অনলাইন ডেস্ক

ছবি: সৌজন্য
জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্কফার্নেস প্রযুক্তির প্ল্যান্ট পরিদর্শন করেছে আমেরিকান স্টিল সেক্টরের প্রতিনিধিদল।
জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্কফার্নেস প্রযুক্তির প্ল্যান্ট পরিদর্শন করেছে আমেরিকান স্টিল সেক্টরের প্রতিনিধিদল।
প্ল্যান্টের প্রযুক্তি সহায়ক প্রতিষ্ঠান প্রাইমেটালস’র তত্ত্বাবধানে শনিবার ভিন্টন স্টিলের প্রতিনিধিদলটি ইস্পাত খাতের এই বিশ্বমানের প্রজেক্ট পরিদর্শন করেন।
প্রতিনিধি দলকে সকালে স্বাগত জানান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং নির্বাহী পরিচালক (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ।
মোহাম্মদ আলমাস শিমুল বলেন, জিপিএইচ দেশি-বিদেশিদের কাছে অনুকরণীয় বলেই ১১টি স্টিল প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিচালনাকারী বিশ্বখ্যাত ভিন্টন স্টিল প্রতিনিধিদল আমাদের প্ল্যান্ট সফর করায় নিজেদের সৌভাগ্যবান মনে করছি।
পরে তারা জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাত করেন। এসময় ভিন্টন প্রতিনিধিদল স্ক্র্যাপ প্রকিউরমেন্ট, অক্সিজেন প্ল্যান্ট, পরিবেশসহ এই ইন্টিগ্রেটেড প্ল্যান্টের সার্বিক বিষয়ে অবহিত হন।
মতবিনিময়কালে ভিন্টন স্টিল জাপানের জেনারেল ম্যানেজার তাতসুইয়া ফুকুইয়ামা এবং ভিন্টন স্টিল ইউএসএর জেনারেল ম্যানেজার এডুয়ারডো গঞ্জালেজ, প্রাইমেটালস অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল বিজনেস ইউনিট) জোসেফ গালেটনার এবং প্রাইমেটালস অস্ট্রিয়ার লং রোলিং পিটিইউএস’র মার্ক শোর, জিপিএইচ ইস্পাতের মিডিয়া এডভাইজার অভীক ওসমান, চিফ অপারেটিং অফিসার টি মোহন বাবু, এবং হেড অব প্ল্যান্ট শ্রীনিবাসা মাদুলুরি রাও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com