
আলোচিত আ’লীগ নেতা আবু তাহের মারা গেছেন
প্রকাশ: ১৮ মার্চ ২৩ । ২২:৪৯ | আপডেট: ১৮ মার্চ ২৩ । ২২:৪৯
লক্ষ্মীপুর প্রতিনিধি

আবু তাহের- ফাইল ছবি
লক্ষ্মীপুর পৌরসভার তিনবারের মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আর নেই। শনিবার দুপুর দেড়টায় শহরের নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক বেশ কিছুদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে-জামাতা, নাত-নাতনিসহ বহু আত্মীয়স্বজন, সহযোদ্ধা, রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।
১৯৫৩ সালের ৮ নভেম্বর লক্ষ্মীপুরের বাঞ্ছানগরে এক মুসলিম পরিবারে তাঁর জন্ম। বাবার নাম মরহুম আনোয়ারুল হক। তিন ছেলে সন্তানের মধ্যে মেজো ছেলে এ কে এম সালাহ উদ্দিন টিপু লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাবেক সভাপতি।
আবু তাহের এলাকায় বহু ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তাঁর জানাজা আজ রোববার সকাল ১১টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে শহরের জালালিয়া মাদ্রাসা-সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
এক সময় দেশব্যাপী আলোচিত ব্যক্তি ছিলেন মেয়র তাহের। পুরো জেলার রাজনীতিতে তাঁর ব্যাপক প্রভাব ছিল। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। ২০২২ সালের পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি রাজনীতি থেকে এক রকম নিষ্ক্রিয় হয়ে পড়েন। ২০০০ সালে তাঁর নানা কর্মকাণ্ড বিভিন্ন জাতীয় দৈনিকের প্রথম ও শেষ পাতায় খবর পরিবেশিত হয়। এসব খবরে প্রায়ই তাঁকে ‘গডফাদার’ সম্বোধন করা হয়েছে।
আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ। শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহের পাশে হাজারো মানুষের ঢল নামে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com