‘ঝড়বৃষ্টিতে রাস্তায় দিন কেটেছে, আজকের দিন স্বপ্নের মতো’

ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার পথে কাশিয়ানী

প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ০০:৫৫ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ০০:৫৫

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষ এখন আর খোলা আকাশ কিংবা পরের জমিতে নয়, বসবাস করবেন আপন ঠিকানায় নিজের ঘরে। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় ধাপে দেশের ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলার তালিকায় যোগ হতে যাচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে উপজেলায় আরও নতুন করে ১০০ ঘরের উদ্বোধন করবেন। এতে উপজেলায় ঘরপ্রাপ্ত পরিবারের সংখ্যা দাঁড়াবে ৬৪০টি। প্রধানমন্ত্রীর উপহারের ২ কক্ষ বিশিষ্ট একটি করে সেমি পাকা ঘর ও দুই শতক জমি তাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর মাধ্যমে উপজেলায় ভূমিহীন ও গৃহহীন শতভাগ পরিবারকে পুনর্বাসনের ঘোষণা করা হবে।

কাশিয়ানী উপজেলায় নির্মিত ৬৪০টি  ঘর এমন জায়গায় করা হয়েছে, যেখান থেকে বাজার-ঘাট, স্কুল-কলেজ সবই নিকটবর্তী। সেখান থেকে নতুন পুনর্বসিত পরিবারের সন্তানেরা লেখাপড়া সহজে চালাতে পারবে এবং তারা নিকটবর্তী গ্রোথ সেন্টারে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবে। এ গৃহহীন মানুষগুলো একসময় নদীর পাড়ে, রেলের জায়গায়, খোলা আকাশ কিংবা পরের জমিতে বসবাস করত।

সরেজমিনে ঘুরে কথা হয় ফুকরা ইউনিয়নের তারাইল বড় মাঠ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মাজেদা বেগম ও ভ্যানচালক এলোয়ার মোল্যার সঙ্গে। তারা জানান, নদী ভাঙনে তারা নিঃস্ব হয়ে গিয়েছিলেন। পরিবার নিয়ে ঝড়বৃষ্টিতে রাস্তায় দিন কেটেছে একসময়। আজকের এই দিন তাই তাদের কাছে স্বপ্নের মতো। প্রধানমন্ত্রীকে তারা এ জন্য ধন্যবাদ জানান। 

কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন বলেন, আমার ইউনিয়নে ১১৩টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের একটি করে ঘর ও ২ শতক জমি দেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া বলেন, কাশিয়ানী ভূমিহীন ও গৃহহীনদের ঘরের কাজ উপজেলা নির্বাহী অফিসার ও আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। এ সকল ঘরের গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মোট ৬৪০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকাঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে ২২ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com