
উত্তর কোরিয়ার হুমকি
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত ৮ লাখ তরুণ স্বেচ্ছাসেবক
প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ০৮:০৮ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ০৮:০৮
অনলাইন ডেস্ক

ছবি: সিএনএন
উত্তর কোরিয়া দাবি করেছে, মার্কিন ‘সাম্রাজ্যবাদী’ ও অন্য শত্রুদের বিরুদ্ধে লড়তে তাদের সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়েছেন অন্তত ৮ লাখ তরুণ।
গত শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রোদাং সিনমুম এক সচিত্র প্রতিবেদনে এই দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়, স্বেচ্ছাসেবকরা দেশের শত্রুদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে এবং দুই কোরিয়াকে একীভূত করার অঙ্গীকার নিয়ে সেনাবাহিনীতে তালিকাভুক্ত হতে নাম লিখিয়েছেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখাতে কনস্ট্রাকশন সাইটে যুবকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন।
শনিবার একই বিষয়ে প্রতিবেদনে রোদাং সিনমুম লিখেছে, অন্তত ৮ লাখ শিক্ষার্থী ও শ্রমিক একযোগে শত্রুকে ধ্বংস ও তাদের হাত থেকে দেশ রক্ষার যুদ্ধে সেনাবাহিনীর ‘ইয়ুথ ভ্যানগার্ড’ হিসেবে নাম লিখিয়েছেন। কারণ, মার্কিন সাম্রাজ্যবাদী ও তাদের পুতুলরা উত্তর কোরীয়দের স্বাধীনতা, উন্নয়ন ও বাঁচার অধিকারকে ধ্বংস করতে চায়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com