১০০ মণ জাটকা জব্দ, ৯ জেলের জরিমানা

প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ১০:০২ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ১০:০৬

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞার মধ্যেও ট্রাকে ১০০ মণ জাটকা পরিবহনের সময় ৯ জেলেকে আটক করা হয়েছে। পরে জব্দ ইলিশ এতিমখানা ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়। এ ঘটনায় আটক জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এ দণ্ড দেন। এদিন ভোরে চৌধুরী বাজার এলাকা থেকে কোস্টগার্ড ইলিশসহ ৯ জেলেকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন– ভোলার মনপুরা এলাকার মোহাম্মদ জাফর, মনির হোসেন, শরিফ ঢালি, মাকসুদ, নেছার, সেলিম, নুরনবী, জামিল ও ফয়জুল।

কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্ট কমান্ডার এম এ মুজতবা জানান, ইলিশের অভয়াশ্রম মেঘনা নদীর রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় দুই মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

ঘটনার সময় একটি ট্রাকে করে গোপনে জাটকা পাচার হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে বিচারক জরিমানা করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com