অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

রুশকন্যাদের ঘিরেই যত আগ্রহ

প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ১২:৪২ | প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপ মানেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মিলনমেলা। মেয়েদের বয়সভিত্তিক সাফে ভারত, নেপাল এবং ভুটানের বিপক্ষে খেলার অভিজ্ঞতায় আছে বাংলাদেশের। তবে এবারই প্রথম নারী সাফে অংশ নিচ্ছে ইউরোপিয়ান কোনো দেশ। অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে শনিবার ঢাকায় পা রেখেছেন রাশিয়ান মেয়েরা। রুশকন্যাদের বিপক্ষে ম্যাচ নিয়েই যত আগ্রহ লাল-সবুজের দলটির।

গতকাল প্রতিযোগিতাকে সামনে রেখে বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েই বেশি কথা বলতে হয়েছে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনকে। ২০ মার্চ ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। রাশিয়ার বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি খেলবে ২২ মার্চ বিকেল সোয়া ৩টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।

পাঁচ দলের এ প্রতিযোগিতায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলের হাতে উঠবে ট্রফি। সর্বশেষ অনূর্ধ্ব-২০ নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এর পর একই বয়সের এএফসি বাছাইপর্বে ইরানের কাছে হেরে স্বপ্ন ভাঙে বাংলাদেশের। সেই দলে থাকা তিন ফুটবলার তৃষ্ণা রানী, সুরভি আখন্দ প্রীতি ও নুসরাত জাহান মিতু আছেন অনূর্ধ্ব-১৭ সাফে। একেবারেই নতুন মুখ ফরোয়ার্ড সাগরিকা ও ডিফেন্ডার নাদিয়া আক্তার জিতু। প্রতিযোগিতাকে সামনে রেখে গত জানুয়ারি থেকে প্রস্তুতি নেয় বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে সফল হলেও এবার রাশিয়া আছে বলে চ্যালেঞ্জটা বেশি। বাংলাদেশ কোচ ছোটন রাশিয়া ম্যাচেই দেখতে চান দলের স্ট্যান্ডার্ড, ‘আমরা দক্ষিণ এশিয়ায় যে স্ট্যান্ডার্ডে খেলি আর ইউরোপের স্ট্যান্ডার্ড তো এক নয়।

রাশিয়ার বিপক্ষে খেললে অবশ্যই আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি, সেটা বেরিয়ে আসবে। তবে এখানে আমাদের ভালো দিক, আমাদের মেয়েরা যে প্রতিনিয়ত পারফর্ম করছে, আমাদের কোথায় উন্নতি হয়েছে এবং ভালো টিমগুলোর সঙ্গে খেলতে গেলে কোথায় উন্নতি করা উচিত, সেটা আমরা ভালোভাবে জানতে পারব। ইউরোপের একটা দলের বিপক্ষে খেলব– এটা ভেবে মেয়েরা শিহরিত, চাপ অনুভব করছে না।’

কোচের মতো অধিনায়ক রুমা আক্তারও রাশিয়া ম্যাচ নিয়ে রোমাঞ্চিত, ‘রাশিয়া হচ্ছে ইউরোপের দল। ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আশা করছি, ভালো কিছু করব। যেহেতু ফুটবল, হার-জিত আছেই। এটা মাঠেই দেখা যাবে, আমরা লড়াই করব, চেষ্টা করব জেতার।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com