
সিলেটে মাটি কাটা নিয়ে মারামারিতে টিলার মালিক নিহত
প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ১৬:১৬ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ১৬:১৬
সিলেট ব্যুরো

সিলেট সদর উপজেলার শাহপরান এলাকার পীরের চক এলাকায় একটি টিলার মাটি কাটা নিয়ে মারামারিতে প্রাণ হারিয়েছেন ওই টিলার একাংশের মালিক আশিক মিয়া (৩৫)।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত আশিক পীরের চকের মকবুল হোসেনের ছেলে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছেন।
হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এমএমপির শাহপরাণ (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি সমকালকে জানান, একটি টিলার দুই অংশের মালিক দুই ব্যক্তি। একজন অপরজনের অংশ থেকে মাটি কাটা নিয়ে মারামারি হয়। কীভাবে আশিক মিয়া মারা গেছেন তা নিশ্চিত নয়। তার শরীরের কোমরে একটি আঘাত ছাড়া বাহ্যিক কোনো আঘাত সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মারামারির কারণে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পীরের চকবাজার এলাকায় একটি ছোট টিলার এক অংশের মালিক স্থানীয় বাসিন্দা আশিক মিয়া ও অপর অংশের মালিক খুর্শেদ আলী। আশিক তার অংশে একটি ঘর বানিয়ে বসবাস করে আসছিলেন। আজ সকালে তিনি খুর্শেদের অংশ থেকে মাটি কাটলে বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে মারামারি হয়। আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন আশিক মিয়া। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। বিকেল তিনটা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com