বাবাকে ফেরত চাই, হাসপাতালে মেয়ের আহাজারি

প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ১৯:০৬ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ২০:৪৫

ফরিদ উদ্দিন মুপ্তি, মাদারীপুর প্রতিনিধি ও মোহাম্মদ আলী মৃধা, শিবচর প্রতিনিধি

হাসপাতালের আঙিনায় আহাজারি করেন নিহত ফরহাদ শিকদারের সাথী বেগম- সমকাল

বড় মেয়ে সাথী বেগম। বাবার অতি আদরের। দুর্ঘটনায় নিহত বাবার মরদেহ অ্যাম্বুলেন্সে তুলতে দিতে নারাজ। আহাজারি করে বলেছিলেন, ‘আমার বাবারে অ্যাম্বুলেন্সে উঠাইও না। জীবনে কোনোদিন আমার বাবায় অ্যাম্বুলেন্সে উঠে নাই। মোর বাবারে একটু আমার কোলে তুলে দাও। কত কোলে তুলে ঘুরছে আমারে নিয়া। আজ তোমাগো কোলে মোর বাবার লাশ কেন? আমার বাবাকে ফেরত চাই, আল্লাহ।’ 


এভাবেই হাসপাতালের আঙিনায় মরদেহ বিতরণের সময় আহাজারি করেন নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা এলাকার নিহত ফরহাদ শিকদারের বড় মেয়ে সাথী বেগম। সাথীর স্বামী কোনোভাবেই তাঁকে সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না। 

তিনি বিলাপ করছিলেন, ‘বাবা আর কোনোদিন ফিরে আসবে না, মা বলে ডাকবে না।’ 

নিহত ফরহাদের তিন মেয়ে, এক ছেলে। ছেলে সৌদি প্রবাসী। একমাত্র ছেলে বাবার মরদেহটিও দেখতে পারবে না।


বড় মেয়ে সাথী এসেছেন মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবা মরদেহ নিতে। 

শিবচরের কুতুবপুর পদ্মাসেতুর অদূরে এক্সপ্রেসওয়েতে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ২০ জন নিহত হয়েছে। ঘটনাস্থলেই মারা যান ১৪ জন। এরপর শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ছয়জন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

আহতদের প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। 


মরদেহ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রোববার বিকেল পর্যন্ত ১৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি ছয়জনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু নাঈম মো. মোফাজ্জল হক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার কাজ শুরু করেছি। সড়কে গতি নিয়ন্ত্রণের জন্য প্রতিদিনই মামলা দেওয়া হয়।  

মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, এ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। তিনজন ঢাকায় মারা গেছে বলে জানা গেছে। 


তিনি জানান, বাসটি খুলনা থেকে ছেড়ে আসে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com