নড়াইলে উদীচীর উৎসবে হামলাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ২০:০৮ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ২০:০৮

সমকাল প্রতিবেদক

মঞ্চে বোমাসদৃশ বস্তু ছুঁড়ে মারা হলে সেটি বিস্ফোরিত হয়ে মঞ্চের কিছু অংশ পুড়ে যায়।

নড়াইল জেলার অন্তর্গত বড়দিয়া শাখা সংসদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী উদীচী উৎসব চলাকালে হামলাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, উদীচীর মতো একটি ঐতিহ্যবাহী প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের উৎসবে এ ধরনের হামলার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। 

১৮ ও ১৯ মার্চ লোক ঐতিহ্যের নানা অনুষঙ্গকে ধারণ করে উদীচী উৎসব আয়োজন করে উদীচী বড়দিয়া শাখা। ১৮ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠান চলাকালীন প্রথমে একটি বোমাসদৃশ বস্তু ছুঁড়ে মারা হলে সেটি অনুষ্ঠানস্থলের কাছেই একটি গাছে গিয়ে বিস্ফোরিত হয়। এতে কারও কোনো ক্ষতি হয়নি। এর কিছুক্ষণ পর আরেকটি বোমাসদৃশ বস্তু দর্শকদের লক্ষ্য করে ছোঁড়া হয়। সেটি দর্শকদের মধ্যে গিয়ে পড়লেও বিস্ফোরিত হয়নি। অনুষ্ঠান শেষ হওয়ার পর মঞ্চে আবারও একটি বোমাসদৃশ বস্তু ছুঁড়ে মারা হয়। সেটি বিস্ফোরিত হলে মঞ্চের সামান্য কিছু অংশ পুড়ে যায়। এসব ঘটনায় কারোরই কোনো ক্ষতি হয়নি। 

উদীচী মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব হামলার চেষ্টা চালানো হয়েছে। যেসব অন্ধকারের অপশক্তি চায় না বাংলার মাটিতে প্রগতিশীল মুক্ত চিন্তার চর্চা হোক, যারা চায় না এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করুক, তারা এসব হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

নড়াইলের বড়দিয়ায় আয়োজিত উদীচী উৎসবে হামলার চেষ্টার সঙ্গে জড়িত এবং এর পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উদীচী। 

বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক শান্তি হওয়া জরুরি। তা না হলে ভবিষ্যতে, গ্রামেগঞ্জে আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন সংস্কৃতি চর্চার পথ আরও সংকোচিত হয়ে পড়বে বলে বিবৃতিতে মন্তব্য করেন অধ্যাপক বদিউর রহমান ও অমিত রঞ্জন দে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com