
বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে অনেক শক্তিশালী: ভূমিমন্ত্রী
প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ২০:৩৯ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ২০:৩৯
চট্টগ্রাম ব্যুরো
ভূমিমন্ত্রী বলেন, অনেকেই মনে করেছিল, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। কিন্তু বাংলাদেশ তা হয়নি। বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কার চেয়ে অনেক শক্তিশালী।
সাইফুজ্জামান বলেন, করোনা অতিমারি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ডলার সংকটের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বিপর্যয় হলেও আমাদের খাদ্য উৎপাদন ঠিক থাকায় সেই বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছি।
তিনি বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ তৈরি হচ্ছে। এই সমস্যা নিরসনে আমরা ভূমি বণ্টননামা কার্যকর করতে যাচ্ছি। এ ছাড়া ল্যান্ড ক্রাইম ডিসপোট কমানোর জন্য আমরা আইন প্রণয়নও করতে যাচ্ছি।
চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজ হাতে নিয়ে বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু শিল্পনগর, আনোয়ারায় অর্থনৈতিক জোন, লালখান বাজার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। এসব প্রকল্পের ফলে নদী-পাহাড় ও সমুদ্রবেষ্টিত চট্টগ্রাম নান্দনিকতায় রূপ পেয়েছে।
এ সময় মন্ত্রী চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের পাশাপাশি ট্যুরিজম সেক্টরে আঞ্চলিক কানেক্টিভিটি বৃদ্ধির লক্ষে ভুটান, থাইল্যান্ড, ভারত, নেপালের পর্যটক আকৃষ্ট করতে চিটাগাং চেম্বারের উদ্যোগে একটি ট্যুরিজম ফেয়ার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও তিনি চট্টগ্রামে স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও আন্তর্জাতিকমানের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার করার জন্য নগরের কাট্টলী ও সী-বিচ এলাকায় ভূমি বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেন।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ, চেম্বার পরিচালক ও সিআইটিএফ-২০২৩ কমিটির চেয়ারম্যান একেএম আক্তার হোসেন, কো-চেয়ারম্যান মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. ইফতেখার ফয়সাল, এসএম তাহসিন জোনায়েদ, তানভীর মোস্তফা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে জুরি বোর্ড কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্যাভিলিয়ন, স্টল ও দেশীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা। এবারের মেলা চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com