ইবি রেজিস্ট্রারের অডিও ফাঁস তদন্তে কমিটি

প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ২২:৩১ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ২২:৩১

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানের অর্থ লেনদেন-সংক্রান্ত কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি করেছে প্রশাসন।

রোববার উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম এ কমিটি করেন বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন তাঁর একান্ত সচিব মনিরুজ্জামান মোল্লা।

কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলামকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে। সদস্য হলেন– বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মিয়া মো. রাসিদুজ্জামান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক তপন কুমার জোদ্দার। কমিটির আহ্বায়ক বলেন, ‘প্রতিবেদনের জন্য নির্দিষ্ট সময় দেয়নি। তবে যতদ্রুত সম্ভব তদন্ত শেষ করব।’

অডিওটি তাঁর নয় বলে দাবি করে গত বুধবার ইবি থানায় জিডি করেন এইচ এম আলী হাসান। গতকাল তিনি সমকালকে বলেন, ‘তদন্ত নিয়ে আমার ভয় বা কোনো দুশ্চিন্তা নেই। ওপরে আল্লাহ আছেন। সৎ মানুষের বিপদ বেশি। এসব কারও এজেন্ডা বাস্তবায়নে করা হচ্ছে।’


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com