‘কুরুচিপূর্ণ’ বিজ্ঞাপন না দিতে সিসিকের বিজ্ঞপ্তি-মাইকিং

প্রকাশ: ১৯ মার্চ ২৩ । ২২:৫৫ | আপডেট: ১৯ মার্চ ২৩ । ২২:৫৫

সিলেট ব্যুরো

রমজানের পবিত্রতা রক্ষার বিষয়ে সম্প্রতি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) একটি বিজ্ঞপ্তি স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এ নিয়ে সিলেটজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে নানা মন্তব্য করছেন। এরই মধ্যে একই বিষয়ে নগরজুড়ে মাইকিং করা হয়েছে।

স্থানীয় কিছু পত্রিকায় গত ১৩ মার্চ সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান স্বাক্ষরিত একটি ‘জরুরি বিজ্ঞপ্তি’ ছাপা হয়। এতে বলা হয়, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কোনোভাবে ‘কুরুচিপূর্ণ’ বিজ্ঞাপন প্রচার হয়ে থাকে, তাহলে অনতিবিলম্বে অপসারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে রোববার নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার বা পোস্টার না সাঁটানের জন্য মাইকিং করা হয়।

এ নিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। তিনি লিখেছেন, ‘জনগণের টাকা অপচয় করে পত্রিকায় এ ধরনের বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে ভয় দেখানোর অধিকার সিটি করপোরেশন কর্তৃপক্ষকে কে দিয়েছে? প্রচারে ব্যক্তি তাঁর নিজের ছবি দিতে পারবেন না– এটা বাংলাদেশের কোন আইনে আছে? আর সিটি করপোরেশন কোনগুলোকে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বলছে, সেটার ব্যাখ্যাও তাদের দেওয়া উচিত। মূলত এমন বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীই উৎসাহিত হবে। উদ্দেশ্যমূলকভাবে বিতর্ক তৈরি করতেই এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’

এ বিষয়ে মতিউর রহমান খান বলেন, মূলত রমজান মাসে ‘অশ্লীল’ ও ‘কুরুচিপূর্ণ’ ছবিসহ বিজ্ঞাপন নিয়ন্ত্রণের জন্য প্রচার চালানো হয়েছে। এর ব্যত্যয় ঘটালে দেয়াল লিখন ও পোস্টার সাঁটানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com