
ঢাবি এলাকায় দোকানে আগুন
প্রকাশ: ২০ মার্চ ২৩ । ০০:২০ | আপডেট: ২০ মার্চ ২৩ । ০০:২৩
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাত ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: সমকাল
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের পার্শ্ববর্তী মুদি দোকানে আগুন লেগেছে। রোববার রাত ১১টা ১৫মিনিটে এ ঘটনা ঘটে। পরে ১১টা ২৫মিনিটে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানের সব মালামাল পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা মো. রাশেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে একটি মুদি দোকানে আগুন লেগেছে।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. বাহাউদ্দীন বলেন, আমরা ক্লাবের ভেতরে ছিলাম। বিকট শব্দ শুনে বের হয়ে এসে দেখি মুদি দোকানে আগুন লেগেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেই।
ক্লাবের সাধারণ সম্পাদক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন বলেন, সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, দমকল বাহিনী আছে। তারা কাজ করছে। বিশ্ববিদ্যালয় ক্লাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তদন্ত করে বের করবেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com