
ঢাবির সিনেট নির্বাচনে সব পদে আওয়ামীপন্থীদের জয়
প্রকাশ: ২০ মার্চ ২৩ । ০৫:১৮ | আপডেট: ২০ মার্চ ২৩ । ০৫:১৮
সমকাল প্রতিবেদক

গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিজাম চৌধুরী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিজাম চৌধুরীসহ ২৫ পদেই জয় পেয়েছেন আওয়ামীপন্থী ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদের’ প্রার্থীরা।
রোববার নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।
এ নির্বাচনের প্রথম ধাপে ৪, ১১ ও ১৪ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৮ মার্চ ঢাকায় ভোটগ্রহণ শেষ হয়। রোববার ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com