জামালপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৮৭ জন

প্রকাশ: ২০ মার্চ ২৩ । ০৭:০৩ | আপডেট: ২০ মার্চ ২৩ । ০৭:০৩

জামালপুর প্রতিনিধি

মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়েই জামালপুরে পুলিশে চাকরি পেয়েছেন ৮৭ নারী-পুরুষ। রোববার রাত ১২টার দিকে জামালপুর পুলিশ লাইন্সে পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রার্থীদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এ সময় নির্বাচিতদের অভিনন্দন জানান পুলিশ সুপার নাছির উদ্দিন।

সদর উপজেলার টিকরাকান্দি গ্রামের সোমাইয়া আক্তার রিচি। বাবা হাফিজুল ইসলাম বিনা বেতনে স্থানীয় একটি স্কুলের নৈশপ্রহরী। পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বান্ধবীর কাছ থেকে ৪০০ টাকা ধার নিয়ে জামালপুর পুলিশ লাইন্সে দাঁড়িয়েছিলেন রিচি। পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার ঘোষণা শোনে আনন্দে কেঁদে ফেলেন তিনি। বলেন সংসারে আয় রোজগারের কেউ নেই। তাই চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল।

ভেলামারি গ্রামের মাহমুদ হাসান সোহানের মা-বাবা মারা গেছেন কয়েক বছর আগে। ছোট বোন সোমাইয়াকে নিয়ে দুই ভাই-বোনের সংসার চলতো তার প্রাইভেট পড়ানোর টাকায়। ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে সোহান আনন্দে আত্মহারা।

তারতাপাড়া গ্রামের বর্গা চাষি আকরাম হোসেনের ছেলে রাশেদুল কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেছিলেন তিনবার। কিন্তু মৌখিক পরীক্ষায় এসে বাদ পড়ে যান। তবে হতাশ হননি। কঠোর পরিশ্রম আর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আবারও অংশ নেন। অবশেষে সফলতা পান রাশেদুল।

জেলা পুলিশ সূত্র জানায়, কনস্টেবল নিয়োগ পাওয়ার জন্য জেলায় ২ হাজার ৯৫৪ জন চাকরি প্রত্যাশী আবেদন করেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় অংশ নেন ১৬৮ জন, উত্তীর্ণ ৮৭ জন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে কৃষক, দিনমজুরসহ হতদরিদ্র পরিবারের সন্তান রয়েছে।

পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, আবেদনকারীদের ঘুষ কিংবা দালালদের মাধ্যমে চাকরির সুযোগ দেওয়া হয়নি। কোনো ধরনের তদবির ছাড়াই শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৩ জন নারী ও ৭৪ জন পরুষকে কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com