সাধ্যের মধ্যে স্মার্টফোন

প্রকাশ: ২০ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আলাউদ্দিন আলাদিন

ফোনে কথা–বার্তা বলা তো বটেই, ভিডিও কল, ইউটিউব দেখা কিংবা ফেসবুক ব্যবহারে স্মার্টফোন সব শ্রেণীর মানুষের কাছেই প্রিয়। এক সময় ফিচার ফোন ব্যবহার করতেন এমন অনেক ব্যবহারকারীও ঝুঁকছেন স্মার্টফোনে। কিন্তু করোনা পরবর্তী সংকট এবং ইরাক–ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মূলস্ফীতি ও ডলারের মূল্য বৃদ্ধিতে স্মার্টফোনের দাম তুলনামূলক এখন বেশি। এদিকে নিত্যপ্রয়জনীয়সহ প্রায় সব ধরনের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মানুষের ক্রয় ক্ষমতাও কমেছে। এরই প্রভাব পড়ছে স্মার্টফোনের বাজারেও। ফলে দেশের মানুষ ঝুঁকছেন অপেক্ষাকৃত কম দামি স্মার্টফোনের দিকে। স্মার্টফোন নির্মাতারা বলছেন এই সময়ে ছয় থেকে ১২ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এমন স্মার্টফোনের চাহিদা সবচেয়ে বেশি।

ওয়ালটন
সাশ্রয়ী দামে স্মার্টফোন দিচ্ছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। ১২ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে ওয়ালটনের ১০টিরও বেশি মডেল। ভ্যাট ছাড়া সর্বনিম্ন পাঁচ হাজার ৮০০ টাকায় মিলবে প্রিমো এফ১০। এ ছাড়া ১২ টাকার মধ্যে পাওয়া যাবে প্রিমো সিরিজের এইচএম৭ (১২ হাজার টাকা), জিএইচ ১১ (১০ হাজার টাকা), জিএইচ ১০১ (আট হাজার ২৯০ টাকা), জিএইচ ১০, এইচ এম ৬, এনএফ ৫, আর ৮, আর ৯, ইএফ ১০, জিএম ১০ মডেল।

সিম্ফনি
একসময় দেশের শীর্ষ ব্র্যান্ড ছিল সিম্ফনি। সিম্ফনির ফোনে টাচ কোয়ালিটি ও ডিসপ্লে তুলনামূলক ভালো। বেশিরভাগ সিম্ফনি ফোন স্বল্প বাজেটের মধ্যেই কিনতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু মডেল হলো– সিম্ফনি আই৭৩, সিম্ফনি জেড৪৭, সিম্ফনি অ্যাটম ৩, সিম্ফনি আই ৮৫, সিম্ফনি ভি ১৩৯, সিম্ফনি জেড ৪২ প্রো, সিম্ফনি জেড ৫৫, সিম্ফনি জেড ৪২, সিম্ফনি আই ৭১, সিম্ফনি আই ৮০, সিম্ফনি জেড ৪৫, সিম্ফনি জেড ২২ ,  সিম্ফনি আই ৬৯ মডেল।

শাওমি
বর্তমান স্মার্টফোন বাজারে শাওমি জনপ্রিয় ব্র্যান্ড। শাওমি, রেডমি বা পোকো নাম ভিন্ন ব্র্যান্ড একটিই। শাওমি ফোনে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বেশ ভালো কাজ করবে। মোবাইলে গেমও খেলতে পারবেন। তবে লাইট ভার্সন গেমগুলো  খেলতে পারবেন, হাইরেজুলেশন গেম খুব একটা ভালো খেলতে পারবেন না। শাওমির রেডমি এআই+, রেডমি এ১, রেডমি ১০এ, রেডমি ৯এ, শাওমি পোকো সি৩, রেডমি ৮এ ডুয়াল, রেডমি গো, রেডমি ৮এ, রেডমি ৭এ এবং রেডমি ৬এ মডেলের স্মার্টফোনের মূল্য সর্বোচ্চ ১২ হাজার টাকা।

রিয়েলমি
 রিয়েলমির ব্যাটারির স্থায়িত্ব এখন অনেক ভালো হয়। এ ছাড়া বর্তমান বাজারে রিয়েলমি ফোনের ক্যামেরা নিয়ে অনেক সুনাম রয়েছে। রিয়েলমির ক্যামেরা অপোর চেয়েও অনেকটা আপগ্রেড হয়েছে। রিয়েলমির স্বল্প বাজেটের ফোনের মডেলগুলো হলো– রিয়েলমি সি৩০, রিয়েলমি সি১১ ২০২১, রিয়েলমি সি২০এ, রিয়েলমি সি২১, রিয়েলমি সি১২, রিয়েলমি সি৩, রিয়েলমি সি১১ এবং রিয়েলমি সি২।

ভিভো
ভিভো অপোরই সাব ব্র্যান্ড, সেহেতু ভিভোর ক্যামেরা কোয়ালিটি তুলনামূলক ভালো থাকে। ভিভো ফোনের চার্জার কোয়ালিটি বেশ ভালো। যাঁরা অল্প বাজেটে বেশি স্পেসিফিকেশনের ফোন খুঁজছেন, তাঁরা ভিভোর ফোন কিনতে পারেন। ভিভো ওয়াই ০২এ,  ভিভো ওয়াই ০২, ভিভো ওয়াই ০১, ভিভো ওয়াই ১২এ, ভিভো ওয়াই ১ এস, ভিভো ওয়াই ১১(২০১৯), ভিভো ওয়াই ৯১সি ২০২০, ভিভো ওয়াই ৯০, ভিভো ওয়াই ৮১আই, ভিভো ওয়াই ৯১সি, ভিভো ওয়াই ৭১ এবং ভিভো ওয়াই ৫৩ মডেলের ফোনগুলো ১২ হাজার টাকার ভেতরেই কিনতে পারবেন।

অপো
অপোর ব্যাটারির পাশাপাশি চার্জার কোয়ালিটি ভালো দিয়ে থাকে। অপোর চার্জারে তুলনামূলক দ্রুত ফোন চার্জ হয়। কম বাজেটের মডেলগুলো হলো_ অপো এ১কে, অপো এ৫এস এবং অপো এ৭১(২০১৮)।

কম বাজেটের ফোন কেনার আগে
– অনেকেই মোবাইলে গেম খেলার জন্য স্মার্টফোন ক্রয় করেন। গেমিংয়ের জন্য মোবাইল কেনার আগে চারটি বিষয়ের নজর দিলে ভালো– ১. প্রসেসর, ২. স্টোরেজ, ৩. র‍্যাম এবং ৪. ডিসপ্লে।
–মোবাইলের জন্য সবচেয়ে ভালো র‍্যাম হিসেবে আমরা মনে করি, র‍্যাম যত বেশি হবে, তত ভালো। কিন্তু র‍্যামের এই ধারণা পুরোপুরি সঠিক নয়। র‍্যামের সংখ্যার চেয়ে র‍্যামের ধরন দেখা উচিত।
–ডিসপ্লে যাচাই করে দেখাও মোবাইল কেনার আগে অন্যতম করণীয়। মোবাইলের জন্য ভালো ডিসপ্লে বাছাইয়ের আগে চারটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এসব হলো– ডিসপ্লে নিটস, টাচ স্যাম্পলিং রেট, ডিসপ্লে টাইপ ও ডিসপ্লে রেজুলেশন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com