র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে কুকুর

প্রকাশ: ২০ মার্চ ২৩ । ১১:৪৭ | আপডেট: ২০ মার্চ ২৩ । ১২:০৪

সমকাল প্রতিবেদক

গুলিস্তানে তিন মরদেহ উদ্ধার করা র‍্যাবের কুকুরটি। ছবি-সমকাল

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডগ স্কোয়াডের এক কুকুরকে পুরস্কৃত করা হচ্ছে।

রোববার সকালে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে তিন মরদেহ উদ্ধার করায় এই প্রথম র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে।

এর আগে ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ জন নিহত হন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com