আর্জেন্টিনাকে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল

প্রকাশ: ২০ মার্চ ২৩ । ১২:২৩ | আপডেট: ২০ মার্চ ২৩ । ১২:২৩

স্পোর্টস ডেস্ক

তৃতীয়বারের মতো বিচ সকার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ২০১৬, ২০১৮ এর পর ২০২৩ আসরেও টুর্নামেন্টের ফাইনাল জিতেছে সেলেসাওরা। 

রোববার রাতে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এর আগে টুর্নামেন্টের গ্রুপপর্বেও হেরেছিল আর্জেন্টাইনরা। প্রতিশোধের সুযোগে মাঠে নেমে উল্টো হেরে বসে আলবাসিলেস্তারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে প্রথমার্ধেই ৫-০ লিডে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে ফিলিপে দুইটি গোল করেন। এ ছাড়া এডসন হাল্ক, জে লুকাস ও জর্ডানের এক গোলে এই লিড পায় ব্রাজিলের বিচ ফুটবলাররা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে উঠে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আরও ৮টি গোল দেয় তারা। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল আলবিসেলেস্তেরা। তবে গোল ব্যবধান কমানো ছাড়া কোনো ফল পায়নি আর্জেন্টাইনরা। আর্জেন্টিনার হয়ে ডি সোসা, রিভাদেনেইরা, পোমার ও মেদেরো গোল করেন। শেষ পর্যন্ত ১৩-৫ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে ৭-৫ গোলে হারিয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে কর্ডোবা, ওসা ও অ্যাকোস্টা দুইটি করে আর ক্লাভিজো একটি গোল করেন। অন্যদিকে প্যারাগুয়ের হয়ে মার্টিনেজ দুটি এবং বেনিতেজ, রোলন ও ক্যান্তেরোর একটি করে গোল করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com