বিশ্রামে মুস্তাফিজ, একাদশে ফিরেছেন হাসান

প্রকাশ: ২০ মার্চ ২৩ । ১৩:৫৪ | আপডেট: ২০ মার্চ ২৩ । ১৩:৫৪

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় ওয়ানডেতে সিলেটে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। একাদশে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। চোখের চোটের কারণে বাইরে থাকা মিরাজের আজও খেলা হচ্ছে না। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় একাদশে ফিরেছেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ড দলেও এক পরিবর্তন। লেগ স্পিনার গ্যারেথ ডিলানির জায়গায় অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসের।

প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এবার এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও টসভাগ্যে হেরেছে তামিম। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আইরিশ কোচ অ্যান্ড্রু বালবির্নি। আজ জিতলেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে স্বাগতিকরা। 

আগের ম্যাচে আইরিশদের রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে তামিমের দল। ওই ম্যাচেই বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান তোলে। আগে ব্যাট করে ওই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩৮ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com