
বঙ্গবন্ধুকে অবমাননা: দুই কলেজ শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা
প্রকাশ: ২০ মার্চ ২৩ । ১৬:৪৯ | আপডেট: ২০ মার্চ ২৩ । ১৬:৪৯
পাবনা অফিস

প্রতীকী ছবি
পাবনার সাঁথিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার দায়ে কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুণ্ডু ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার (১৯ মার্চ) স্থানীয় আওয়ামী লীগ নেতা এমএনএইচ জাকির হোসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-৫ আদালতে এ মামলা করেন।
জানা যায়, কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত ‘উচ্ছ্বসিত সুবর্ণ’ নামের ম্যাগাজিনে স্থানীয় এক জামায়াত নেতার ছবিসহ তার ব্যবসা প্রতিষ্ঠানের শুভেচ্ছা বিজ্ঞাপন ছাপানো হয়। ওই ম্যাগাজিনের দ্বিতীয় পাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৃতীয় পাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাপানো হয়। এতে ওই এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুণ্ডু ও সহকারী অধ্যাপক মাহবুব রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
এ বিষয়ে কাশীনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের একাধিক শিক্ষক জানান, ম্যাগাজিন প্রকাশের আগে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কলেজের অন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করেননি।
কলেজের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক এমএম শাহাবুদ্দিন টুটুল জানান, এতবড় ভুল মেনে নেওয়া যায় না। ম্যাগাজিনে কীভাবে বঙ্গবন্ধুর ছবির আগে একজন জামায়াত নেতার ছবি ছাপানো হলো? বিজ্ঞাপনের অধ্যায়েই জাতির জনক বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি ছাপানো হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
কলেজ গভর্নিং বডির সদস্য মজিবর রহমান মুকুল বলেন, ‘এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুণ্ডু বলেন, আমরা অত ভেবে কাজটি করিনি। আমরা টাকার বিনিময়ে বিজ্ঞাপন ছেপেছি।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানতাম না। আমি অনেক পরে বিষয়টি জানতে পেরেছি। ম্যাগাজিন ছাপানোর আগে কলেজ কর্তৃপক্ষ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। কোন অবস্থাতেই কলেজ কর্তৃপক্ষের কাছে এ ধরনের কাজ আশা করিনি।
উল্লেখ্য, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com