কৃষিপণ্যের নায্যমূল্যসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: ২০ মার্চ ২৩ । ১৭:২৩ | আপডেট: ২০ মার্চ ২৩ । ১৭:২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নায্যমূল্যসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিক্ষোভ। ছবি: সমকাল

কৃষিপণ্যের নায্যমূল্যসহ পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্বরোড মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন দুই শতাধিক কৃষক।

এ ছাড়া নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারীর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। 

সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের বরেন্দ্র অঞ্চলে কৃষিতে পানি সেচের ক্ষেত্রে অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে হবে। বরেন্দ্র অঞ্চলসহ সারাদেশে নদী, খাল ও জলাশয় দখলমুক্ত করতে হবে, পরিকল্পিতভাবে নদী খনন করে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। ভূ-উপরস্থি পানির ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা এবং চাহিদামত নির্ধারিত দামে পর্যাপ্ত সার ও অন্য কৃষি উপকরণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, কৃষি খাতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এখনও অনিয়ম-দুর্নীতি চলছে। সারের দাম দ্বিগুণ নেওয়া হচ্ছে, তা বন্ধ করতে হবে। বিষয়গুলো প্রশাসনকে কঠোরভাবে তদারকি করতে হবে।

এ সময়, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুমকি দেন কৃষক নেতারা।

বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিলন কুমার পাল, কৃষক কামাল উদ্দিন, আবেদ আলী, সাইদুর রহমান, ইসরাইল হোসেন সেন্টু প্রমুখ। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হয়।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও বাজার তদারকির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাপাইনবাগঞ্জ জেলা জাসদ। এ সময় সমাবেশে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জাসদ নেতা জামাল হোসেন পলাশ প্রমুখ।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com