চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রকাশ: ২০ মার্চ ২৩ । ১৭:৩৫ | আপডেট: ২০ মার্চ ২৩ । ১৭:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ মো. আব্দুস ছালাম নামের এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে উপজেলার কানসাট গোপালনগর মোড় বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করা হয়। 

আটক ছালামের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার রসুলপুর বিহারীপাড়া গ্রামে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানসাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলিসহ ছালামকে আটক করা হয়। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com