
খুলনার কৃষক লীগ সভাপতির পদত্যাগ
প্রকাশ: ২০ মার্চ ২৩ । ১৮:৪৬ | আপডেট: ২০ মার্চ ২৩ । ১৮:৫৭
খুলনা ব্যুরো

আশরাফুজ্জামান বাবুল
সংগঠনের মধ্যে সমন্বয়হীনতা ও দলীয় কর্মকাণ্ডে নেতাদের অনুপস্থিতিসহ নানা কারণে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন খুলনা জেলা কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল। রোববার (১৯ মার্চ) কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।
আশরাফুজ্জামান বাবুল ২০০৪ সাল থেকে গত ১৯ বছর ধরে জেলা কৃষক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং রূপসা বঙ্গবন্ধু কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক।
সোমবার পদত্যাগের বিষয়ে সমকালকে আশরাফুজ্জামান বাবুল বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। একেক জন একেক জনের গ্রুপ করেন, সভা ডাকলে পদধারী নেতারা আসেন না, সংগঠনের মধ্যে এখন শৃঙ্খলা নেই। এমন বিশৃঙ্খল সংগঠনের দায়িত্ব আমি নিতে চাই না। এজন্য স্বেচ্ছায় পদত্যাগপত্র পাঠিয়েছি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com