
চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ: ২০ মার্চ ২৩ । ২১:৪১ | আপডেট: ২০ মার্চ ২৩ । ২১:৪৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি

রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয় - সমকাল
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আরজ আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আরজ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় চুনুরিপাড়ার প্রয়াত কামরুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ মে সন্ধ্যায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় চুনুরিপাড়ার আরজ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি পালিয়ে যান। পরে তার ঘরে তল্লাশি করে টিনের তৈরি ট্যাংকের ভেতর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নিষিদ্ধ ৮০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা অফিসের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন আদালত।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com