অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশের প্রতিবাদ বিশিষ্টজনদের

প্রকাশ: ২০ মার্চ ২৩ । ২১:৫০ | আপডেট: ২০ মার্চ ২৩ । ২১:৫০

শুভজিৎ পুততুন্ড, কলকাতা

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বিশ্বভারতী কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেরা। এই বরেণ্য অর্থনীতিবিদকে ক্রমাগত হেনস্তা করা হচ্ছে অভিযোগ করে তারা বলছেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ, ভাষা ও চেতনা সমিতির প্রধান ইমানুল হক বলেন, অমর্ত্য সেন বাংলার বিবেক, ভারতের বিবেক, গোটা বিশ্বের বিবেক। তিনি ফ্যাসিবাদের বিপক্ষে গণতন্ত্রের পক্ষে, মানুষের স্বাধিকারের পক্ষে। আর এ কারণে অমর্ত্য সেনের মতো মানুষেরা বারবার শাসকের রোষানলে পড়েন। 

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত কবি সুবোধ সরকার বলেন, এই বয়সে যেভাবে অমর্ত্য সেনকে বিপন্ন করা হয়েছে, তাতে কেবলমাত্র আমরাই নই, বিশ্বভারতীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। যদিও ক্ষমা চাওয়ার পরেও সেই দাগ উঠবে না। অমর্ত্য সেনের মতো একজন পণ্ডিত, মানবিক অর্থনীতিবিদের গায়ে হয়তো কোনো দাগ পড়বে না, পড়ার কথাও নয়। কিন্তু আমাদের মনে সেই দাগ থেকে গেল। 

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার বলেন, অমর্ত্য সেন সজ্ঞানে কোনো অন্যায় করেননি। তার বাবা একটা জমি লিজ নিয়েছিলেন, সেখানে কিছু গণ্ডগোল হতেই পারে। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার এবং তার অধীন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর শেষ কথা বলবে। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ বা তার উপাচার্য কেন এত সক্রিয়ভাবে অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ দিলেন? এর মধ্যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা আছে কিনা জানা নেই। 

রোববার অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ সোমবার পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর নথি প্রকাশ্যে এনে জানায়, বাবা আশুতোষ সেনের নামে থাকা জমি ছেলে অমর্ত্যের আবেদনের ভিত্তিতে তার নামে করে দেওয়া হয়েছে। দপ্তর থেকে অমর্ত্যের বাড়ির মৌজা, দাগ নম্বর ধরে জমির খতিয়ান প্রকাশ করেছে। প্রকাশিত ওই সরকারি নথি অনুসারে, বোলপুর ব্লকের সুরুল মৌজার ১৯০০/২৪৮৭ দাগ এবং খতিয়ান নম্বর ২৭০-এর জমিটির মিউটেশন তার নামে রয়েছে। জমির পরিমাণ ১.৩৮ একর।

এদিকে, সোমবার সংবাদ সম্মেলন করে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত বলেছেন, উত্তরাধিকার সূত্রে অমর্ত্য সেনের নামে জমি রেকর্ড হওয়ায় আপত্তি নেই বিশ্বভারতীর। তবে বিশ্বভারতী ১.২৫ একর জমি ইজারা দিয়েছে, ১.৩৮ একর নয়। 

তিনি আরও বলেন, ২৯ মার্চ জমির নথি নিয়ে সশরীরে অমর্ত্য সেন বা তাঁর প্রতিনিধি না এলে পরবর্তী পদক্ষেপ হিসাবে উচ্ছেদ বা আইনি পথে হাঁটবে বিশ্বভারতী।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com