
ভাঙ্গায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
প্রকাশ: ২০ মার্চ ২৩ । ২২:২৭ | আপডেট: ২০ মার্চ ২৩ । ২২:৩১
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি।
ফরিদপুরের ভাঙ্গায় এক আইসক্রিম ফ্যাক্টরির মালিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অপহৃত ব্যবসায়ী ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের লুৎফর মুন্সির ছেলে মো. তুহিন মুন্সী (৩২)। লুৎফর মুন্সি বলেন, শনিবার (১৮মার্চ) বিকেলে ভাঙ্গা থেকে ফরিদপুর বোনের বাসায় যাওয়া পথে তুহিন অপহৃত হয়। এ ঘটনার তিন দিন চলে গেলেও আমার ছেলের সন্ধান পায়নি ডিবি পুলিশ।
তিনি আরও বলেন, শনিবার বিকেল ৪টার দিকে তুহিন ভাঙ্গা থেকে মোটরসাইকেলে ফরিদপুর বোনের বাসায় রওনা হয়। সন্ধ্যার পর তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজ করি। রাতে তার মোটরসাইকেল ফরিদপুর শহরের কমলাপুরে রাস্তার ওপর পাওয়া যায়। পরদিন রোববার সকালে সদর থানায় ও ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করি।
তিনি বলেন, আমার ছেলেকে অপহরণ করা হয়েছে জানিয়ে একটি চক্র বিভিন্ন মাধ্যমে মোটা অংকের মুক্তিপণ চাচ্ছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই যুবককে উদ্ধারে কাজ চলছে। অপহরণ কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি, দ্রুতই যুবককে জীবিত উদ্ধার করতে পারব। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com