
কাবাডি বিশ্বকাপের জায়গা নিশ্চিত বাংলাদেশের
প্রকাশ: ২০ মার্চ ২৩ । ২৩:০৩ | আপডেট: ২০ মার্চ ২৩ । ২৩:০৩
ক্রীড়া প্রতিবেদক

ছবি: সংগৃহিত
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপে সোমবার থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। নিশ্চিত করেছে টুর্নামেন্টের ফাইনাল। ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপের টিকিটও কেটেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা তৃতীয়বার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনোলে ওঠার কীর্তি গড়েছে।
ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু কাপ কাবাডি এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই হিসেবে বিবেচিত হবে। এই টুর্নামেন্টের সেরা হওয়া দুটি দল ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সে হিসেবে বাংলাদেশ ফাইনালে উঠে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।
পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে (৩টি লোনাসহ) হারিয়েছে বাংলাদেশ। এদিন প্রথমার্ধেই ১৭-১১ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ে। এদিনও ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক তুহিন তরফদার।
ম্যাচ শেষে তুহিন বলেন, ‘আমরা আগের দুটি বঙ্গবন্ধু কাপও ঘরে তুলেছি। তৃতীয়টির পথে এগিয়ে গেলাম। দোয়া করবেন যেন আমরা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হয়ে শিরোপাটি বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com