শাসক না, মানুষের সেবক হতে চাই: র‍্যাব মহাপরিচালক

প্রকাশ: ২১ মার্চ ২৩ । ০২:০৯ | আপডেট: ২১ মার্চ ২৩ । ০২:০৯

সমকাল প্রতিবেদক

ছবি: সংগৃহীত

র‍্যাব সদস্যদের উদ্দেশে বাহিনীটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘শাসক না হয়ে জনগণের সেবক হতে হবে। অসহায়, বিপদগ্রস্ত মানুষকে আন্তরিকতা দিয়ে সহযোগিতা করলে দিন শেষে আত্মতৃপ্তি পাওয়া যাবে।’ র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে গতকাল সোমবার র‍্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়েছে। সেখানে এসব কথা বলেন তিনি।

রাজধানীর উত্তরার কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে র‍্যাব প্রধান বলেন, ‘ক্যাম্প ইনচার্জরা সাধারণ মানুষের কথা শোনেন না- এমন অভিযোগ যেন আর শুনতে না হয়। আমি সবার কাছে আহ্বান জানাব, মানুষ যেন মনে করে র‍্যাবের কাছে পৌঁছুলে অভিযোগের কথা বলা যাবে। আমরা শাসক না, মানুষের সেবক হতে চাই।’ 

এম খুরশীদ হোসেন বলেন, ‘যারা শহীদ হয়েছেন তারা আমাদের অহংকার। আমাদের দায়িত্ব হবে শহীদ পরিবারের পাশে থাকা, সব ধরনের সহযোগিতা করা। সমাজের যে অবস্থা, নৈতিক মুল্যবোধের অবক্ষয় হয়েছে তা উপলব্ধি করি। সমাজের আসল চিত্রটা অন্যরকম। অনেকে ব্যবসা করে পুঁজি খাটিয়ে টাকা পাচ্ছে না, ফ্ল্যাট বুকিং দিয়ে ফ্ল্যাট পাচ্ছে না, জমির টাকা দিয়েও জমি পাচ্ছে না। কেউ এমন অভিযোগ নিয়ে আসলে থানায় পাঠিয়ে দেওয়া হয়। এসব অসহায় মানুষের কথা র‍্যাব সদস্যরা শুনবেন। আইনের মধ্য থেকে যতটা পারা যায় তাদের পাশে দাঁড়াতে হবে।’ 

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধের সুমহান চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের আইন-শৃঙ্খলা ও অন্যান্য সামাজিক সুরক্ষার ক্ষেত্রে র‍্যাব ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।’

র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২০২২ সালে প্রশাসনিক (সেবামূলক/প্রশংসনীয়) কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন ও অপারেশনাল (সাহসিকতা/বীরত্বপূর্ণ) কাজের জন্য ৫০ জন র‍্যাব সদস্যকে র‍্যাব মহাপরিচালক পদকে ভুষিত করা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com