
রোহিঙ্গা ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলি, নিহত ২
প্রকাশ: ২১ মার্চ ২৩ । ১৭:১০ | আপডেট: ২১ মার্চ ২৩ । ১৭:২৪
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের অভিযান। ছবি- সমকাল
আজ মঙ্গলবার দুপুর একটার দিকে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়া তাজনিমারখোলা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রফিক (৩০) ও মো. রাফিক (৩২)। এ ঘটনায় মোহাম্মদ ইয়াছিন নামে আরও এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পে ১৩-১৫ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে দুই জন নিহত হয়। এ ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ক্যাম্পে অভিযান চলছে।
ওই ক্যাম্পের বাসিন্দা আজিম উল্লাহ বলেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্যরা দিন দুপুরে অস্ত্র নিয়ে মাঝি মো. ইয়াছিনের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিতে মাঝির দুই স্বজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় মাঝিও গুলিবিদ্ধ হন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ক্যাম্পে আমাদের অভিযান চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com