পর্তুগালে ভবনের দেয়াল ভেঙে দুই শ্রমিক নিহত

প্রকাশ: ২১ মার্চ ২৩ । ১৭:৪৯ | আপডেট: ২১ মার্চ ২৩ । ১৭:৫০

পর্তুগাল সংবাদদাতা

প্রতীকী ছবি

পর্তুগালে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে কৃষি ও পর্যটন শহর বেজায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকরা হলেন- শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। এর মধ্যে শাহীন আহমেদের বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলায় এবং সুহেদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ায়। 

চিকিৎসক নিহতদের স্বাস্থ্য পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

প্রবাসী শ্রমিকের মৃত্যুতে লিসবনসহ পর্তুগালে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে পাঠানোর বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় টেস্ট অব লিসবন রেস্তোরাঁয় এক জরুরি সভার আহবান করা হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com