কিডনি দিয়ে বড় বোনের জীবন বাঁচালেন ছোট ভাই

প্রকাশ: ২১ মার্চ ২৩ । ১৮:৪৭ | আপডেট: ২১ মার্চ ২৩ । ১৮:৪৭

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বোনের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত গড়েছেন কোরআনে হাফেজ এক যুবক। নিজের জীবনের কথা না ভেবে একটি কিডনি দিয়ে বড় বড় বোন ফাহমিদা বুশরা ঝুমুর জীবন বাঁচিয়েছেন তিনি।

এ ঘটনার পর সবার প্রশংসায় ভাসছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউপির গাংকুল গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মজনুর রহমানের ছেলে আব্দুর রাহিম।

সম্প্রতি ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের নেতৃত্বে চিকিৎসকরা রাহিমের দেওয়া কিডনি ঝুমুর দেহে সফলভাবে প্রতিস্থাপন করেছেন। বর্তমানে ভাইবোন দু’জনেই সুস্থ রয়েছেন।

এর আগে ফাহমিদার চিকিৎসার ব্যয়ভার সংগ্রহে তহবিল গঠন করে প্রায় ১৭ লাখ টাকা সংগ্রহ করেন স্থানীয়রা।

রাহিম ও ফাহমিদার পরিবার জানায়, গত বছর ফাহমিদার বিয়ে হয়। এক মাস পর তাঁর স্বামী পাড়ি দেন বিদেশে। এর মধ্যে হঠাৎ ফাহমিদার কিডনির সমস্যা ধরা পড়ে। ফাহমিদাও চলে আসেন বাবার বাড়ি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পর ডাক্তার ফাহিমদাকে জানান, তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এর পর থেকে স্বামী ফাহমিদার কোনো খোঁজখবর নেননি। ডায়ালাইসিস করেও তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পরিবারের পক্ষে ফাহমিদার চিকিৎসার ব্যয়ভার বহন করা মোটেও সম্ভব ছিল না। তাছাড়া কিডনিইবা পাওয়া যাবে কোথায়। এ নিয়ে ছিল ব্যাপক দুশ্চিন্তা।

এ অবস্থায় বোনকে কিডনি দিতে সম্মতি জানান ভাই আব্দুর রাহিম। আর চিকিৎসার ব্যয়ভার বহনে স্থানীয়রা গঠন করেন তহবিল। প্রায় ৪ মাসে তহবিলে ১৭ লাখ টাকা সংগ্রহ হয়।

বোনকে কিডনি দেওয়ার বিষয়ে আজ মঙ্গলবার আব্দুর রাহিম জানান, বোন তাঁকে খুব স্নেহ-আদর করেন। তাই তাঁকে বাঁচাতে তিনি কিডনি দিয়েছেন। বোনের চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এলাকার মানুষ বোনের পাশে দাঁড়িয়েছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ফাহমিদা চিকিৎসা সহায়তা তহবিলের আহ্বায়ক ও স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) মেম্বার সাহেদুল ইসলাম সুমন ও সদস্য ফয়ছল রানা জানান, ফাহমিদার জন্য সবার সহযোগিতায় ১৭ লাখ টাকা সংগ্রহ করা হয়। সেখান থেকে ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com