এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘনে আরও ১০ মামলা

প্রকাশ: ২১ মার্চ ২৩ । ২১:৪৫ | আপডেট: ২১ মার্চ ২৩ । ২১:৪৫

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার শিকার ইমাদ পরিবহনের বাস। ফাইল ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘনে আরও ১০টি মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ মামলা দায়ের করা হয়। এ নিয়ে ৩১টি মামলা হলো।

শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাইম মো. মোফাজ্জেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতিসীমা লঙ্ঘন করায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ১০টি মামলা হয়েছে। দুর্ঘটনার পর গত সোমবার একই অপরাধে ২১টি মামলা হয়। 

হাইওয়ে থানা সূত্র জানায়, দুর্ঘটনার পর গত সোমবার গতিসীমা লঙ্ঘনের ঘটনায় মামলা হয় ২১টি। এছাড়াও বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হচ্ছে।

গতিসীমা লঙ্ঘন করার অপরাধে গত ফেব্রুয়ারি মাসে ২৮৪টি মামলা করে হাইওয়ে পুলিশ। জানুয়ারিতে এর সংখ্যা ছিল ৩১৫টি।

জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘তদন্তের জন্য নির্ধারিত দ্বিতীয় দিনের কাজ এখনও চলছে। তবে নির্ধারিত সময়ে আজ (মঙ্গলবার) রাত ১২টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’  

গত রোববার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১৪ জন নিহত হয়। এ ঘটনায় আহতাব অন্তত ২৫ জনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতাল,পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আরও ৩ জনসহ মোট ২০ জনের মৃত্যু হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com