রোজা কবে জানা যাবে বুধবার

প্রকাশ: ২১ মার্চ ২৩ । ২১:৫৪ | আপডেট: ২১ মার্চ ২৩ । ২১:৫৪

সমকাল প্রতিবেদক

পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে- তা জানা যাবে আগামীকাল বুধবার। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করতে হবে। আর পরদিন বৃহস্পতিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

এদিকে আগামীকাল চাঁদ দেখা না গেলে চলতি শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শুক্রবার থেকে রোজা রাখতে হবে। 

এর আগে আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে তারাবির নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে।

এ বিজ্ঞপ্তিতে প্রথম ছয় রোজায় প্রতিদিন দেড় পারা কোরান তেলওয়াত এবং পরবর্তী ২১ দিন এক পারা করে কোরান তেলওয়াতের আহ্বান জানানো হয়েছে। এতে পবিত্র শবে কদরের রাতে পবিত্র কোরান খতম সম্পন্ন হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com