
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণে আর বাধা নেই: রাষ্ট্রপক্ষ
প্রকাশ: ২১ মার্চ ২৩ । ২২:১৫ | আপডেট: ২১ মার্চ ২৩ । ২২:১৫
সমকাল প্রতিবেদক

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন - ফাইল ছবি
রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
আজ মঙ্গলবার অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে রিটকারীর আবেদন শুনানি করে এ আদেশ দেন।
এর ফলে মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ এবং পরবর্তী কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ আজিজ খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এবং মো. সাহাবুদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।
গত ৭ মার্চ মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মোমেন চৌধুরীসহ ছয় আইনজীবী ১২ মার্চ অপর একটি রিট আবেদন করেন। গত ১৫ মার্চ ওই দুটি রিট হাইকোর্টে খারিজ করা হয়। এরপর হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে রিটকারী পক্ষ।
আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। পরদিন দায়িত্বভার গ্রহণ করার কথা নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। একক প্রার্থী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে তাঁকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com