ছারপোকার জন্য বাজে শহরের তালিকায় শীর্ষে টরন্টো!

প্রকাশ: ২২ মার্চ ২৩ । ০৫:৫৬ | আপডেট: ২২ মার্চ ২৩ । ০৬:০২

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

শুধু ছারপোকা বেশি থাকায় টানা তৃতীয় বছরের মতো বাজে শহরের তালিকায় শীর্ষে রয়ে গেছে কানাডার বিখ্যাত শহর টরন্টো। খবর: বিবিসি’র।

কীটপতঙ্গ ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘অরকিন কানাডা’ মঙ্গলবার জানায়, ২০২২ সালে তাদেরকে টরন্টোয় সবচেয়ে বেশি ছারপোকা নিয়ন্ত্রণ সেবা দিতে হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভ্যাঙ্কুভার আর তৃতীয় হয়েছে সাডবুরি।

২০২১ সালে ওন্টারিও’র লন্ডন শহরটি তালিকায়ই ছিল না, এবার এটি তালিকায় রয়েছে এবং শীর্ষ দশের মধ্যে অষ্টম। শীর্ষ দশ শহরের আটটিই অন্টারিও প্রদেশের।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com