ভারতে বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর, ১২ ভেন্যুতে ম্যাচ

প্রকাশ: ২২ মার্চ ২৩ । ১২:৪৬ | আপডেট: ২২ মার্চ ২৩ । ১২:৪৯

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

ক্রিকেটের মেগা আসরখ্যাত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। অক্টোবরে ওই আসর শুরু হওয়ার কথা। সংবাদ মাধ্যম ক্রিকইনফো বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছে। 

ক্রিকেট বিষয়ক বিষয়ক সংবাদ মাধ্যমটির মতে, ৫ অক্টোবর শুরু হবে চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ। ১৯ নভেম্বর বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। 

ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে অংশ নেবে দশটি দল। এর মধ্যে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের ভিত্তিতে আট দশ সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব থেকে। 

সব মিলিয়ে ৪৬ দিনের টুর্নামেন্টে মাঠে গড়াবে ৪৮টি ম্যাচ। ১২টি ভেন্যুতে ম্যাচগুলো আয়োজনের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর মধ্যে কলকাতা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ধর্মশালা, গুয়াহাটি, লখনউ, ইন্দোর ও রাজকোট আছে। 

সাধারণত বিশ্বকাপ শুরুর এক বছর আগে আইসিসি পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দেয়। কিন্তু এবার দুটি কারণে তা আটকে আছে। আয়োজক ভারত সরকারের কাছে আইসিসি বিশ্বকাপের জন্য কর অব্যাহতি চেয়েছে এবং বিশ্বকাপ খেলতে পাকিস্তানের ভারতে আসার ভিসার বিষয়ে এখনও সুরহা হয়নি। যদিও ভারত সরকার আইসিসি’কে জানিয়ে দিয়েছে, সম্প্রচার স্বত্বের ওপর ২০ শতাংশ হারে কর দিতে হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com