
ভূমিকম্পে স্টুডিও কেঁপে উঠলেও লাইভ চালিয়ে গেলেন উপস্থাপক
প্রকাশ: ২২ মার্চ ২৩ । ১৩:১৯ | আপডেট: ২২ মার্চ ২৩ । ১৩:৩১
অনলাইন ডেস্ক

মঙ্গলবার রাতে ৬. ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের হিন্দুকুশ এলাকা। এর ফলে উত্তর ভারত এবং প্রতিবেশী দেশ পাকিস্তানেও তীব্র কম্পন সৃষ্টি হয়। আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। ভূমিকম্পের বিভিন্ন দৃশ্য এরই মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওয়ের মধ্যে ভূমিকম্প চলাকালীন পাকিস্তানের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ৩১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা গেছে, পাকিস্তানের পেশোয়ারের একটি নিউজ স্টুডিও ভূমিকম্পে কাঁপছে৷ তার মধ্যে লাইভ শো চালিয়ে যাচ্ছেন উপস্থাপক। খবর ডিএনএর
ভিডিওতে দেখা গেছে, স্থানীয় পশতু ভাষার মাহশ্রিক টিভি স্টুডিওতে বেশ শান্তভাবে সংবাদ উপস্থাপক খবর পড়ে যাচ্ছেন। অন্যদিকে নিউজরুমে তার পিছনে টিভি স্ত্রিন এবং অন্যান্য যন্ত্রপাতি ভূমিকম্পে প্রচণ্ডভাবে কাঁপছে।
ভিডিওটি দেখে অনেকে উপস্থাপককে সাধুবাদ জানিয়েছেন। একজন দর্শক টুইটারে লিখেছেন, 'ভূমিকম্পের সময় পশতু টিভি চ্যানেল মাহশ্রিক টিভি। চলমান ভূমিকম্পে সাহসী উপস্থাপক তার লাইভ প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন'।
মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের শহর জুরমের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, পাকিস্তান এবং তাজিকিস্তান উভয় দেশের সীমান্তের কাছাকাছি এলাকায়। জিও নিউজের মতে, ভূমিকম্পে পাকিস্তানে অসংখ্য স্থাপনা ধসে পড়ে, যার ফলে দুই নারীসহ নয়জন নিহত হন। এতে আহত হয়েছেন ১৬০ জনেরও বেশি।
এদিকে ভূমিকম্পে আফগানিস্তানের রাজধানী কাবুল, ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীর থেকেও এ কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক আফগানিস্তান ও ভারত থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com