
ছোট হচ্ছে টি২০ দল
প্রকাশ: ২২ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ২২ মার্চ ২৩ । ১৩:৪৭ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

ছবি: ফাইল
এক দিনের ক্রিকেট সিরিজ শেষ করেই সাকিব আল হাসানদের ছুটতে হবে চট্টগ্রামে। এক দিন বিরতি দিয়ে বন্দরনগরীতে প্রস্তুতি নিতে হবে চার–ছক্কার ক্রিকেটের।
বিসিবিও তাই শেষ ওয়ানডের আগেই প্রকাশ করতে যাচ্ছে ১৪ সদস্যের টি২০ দল। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার দল ১৫ জনের হওয়ায় একজনকে অটো ছেঁটে ফেলতে হচ্ছে নির্বাচকদের। সেই সম্ভাব্য বাদ পড়ার দলে থাকতে পারেন পেসার রেজাউর রহমান রাজা।
তাঁর জায়গায় বাঁহাতি পেসার শরিফুল ইসলামের প্রত্যাবর্তন দেখলে অবাক হওয়ার কিছু নেই। কারণ তাঁকেও তো দেখার প্রয়োজন আছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকেও ঢাকা লিগে খেলার সুযোগ করে দেওয়া হতে পারে। আবাহনীর হয়ে লিগে খেলছেনও তিনি।
পরিবর্তন যা হওয়ার বোলিং বিভাগেই হতে পারে। কারণ ব্যাটিংয়ে হাত দেওয়ার মতো জায়গা নেই। তাওহিদ হৃদয়, শামিম হোসেন, রনি তালুকদার তো নিয়মিত একাদশের সদস্য। নুরুল হাসান সোহানকে রাখতে হচ্ছে বিকল্প উইকেটরক্ষক হিসেবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com