
আবারও সুন্দরবন ভ্রমণে ভারতের বিলাসবহুল প্রমোদতরী
প্রকাশ: ২২ মার্চ ২৩ । ১৪:২৭ | আপডেট: ২২ মার্চ ২৩ । ১৪:২৭
মোংলা প্রতিনিধি

আবারও ভারতের বিলাসবহুল প্রমোদতরী এম,ভি গঙ্গা বিলাস করে বিদেশি পর্যটকরা সুন্দরবন ভ্রমণে এসেছে । গত ১ মার্চ ৩টি দেশের ৭জন পর্যটক নিয়ে ভারতের আসাম থেকে ছেড়ে আসে এ প্রমোদতরী। এরপর ১৩ মার্চ ভারত-বাংলাদেশ সীমান্তের কুড়িগ্রামের চিলমারী হয়ে এদেশে প্রবেশ করে জাহাজটি।
প্রমোদতরী 'গঙ্গা বিলাস' এর ট্যুর অপারেটর ঢাকার জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান জানান, আসাম থেকে ছেড়ে আসা ভারতীয় এ ক্রুজটি কুড়িগ্রাম থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল হয়ে নারায়ণগঞ্জ গেলে সেখানে নেমে যান অস্ট্রেলিয়ার একজন পর্যটক। সোমবার ওই পর্যটক ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে নিজ দেশে চলে গেছেন। এরপর জাহাজটি বরিশাল হয়ে বুধবার সকাল ১১ টায় মোংলার সুন্দরবনের ঢাংমারি স্টেশন থেকে বনে প্রবেশ করেছে। সুন্দরবন ভ্রমণে জাহাজটিতে ৪ জন সুইজারল্যান্ড ও ২জন জার্মান পর্যটক রয়েছেন। মোংলার সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশনে রাজস্ব জমা দিয়ে ২জন সশস্ত্র বনপ্রহরী নিয়ে হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে গেছে জাহাজটি। এরপর সুন্দরবনের কচিখালী, কটকা ও জামতলা সী বিচ এলাকা ঘুরে ২৪ মার্চ সুন্দরবন ত্যাগ করবে এ প্রমোদতরী। ২৫ মার্চ জাহাজটি এদেশের খুলনা জেলার আংটিহারা নৌ রুট দিয়ে ভারতে প্রবেশ করবে। তারপর কলকাতায় গিয়ে এ ভ্রমণের সমাপ্তি ঘটবে।
তিনি আরও জানান, এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় গঙ্গা বিলাস ২৭ জন সুইজারল্যান্ড ও ১জন জার্মান পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণে এসেছিলো। আর এর আগের দিন ৪ফেব্রুয়ারি প্রথমবারের মত মোংলা বন্দর জেটিতে ভিড়লে তখন আগত জাহাজ ও পর্যটকদের স্বাগত জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী ও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাসহ সংশ্লিষ্টরা। এবার দ্বিতীয় দফায় সুন্দরবন ভ্রমণ করছে ভারতের বিলাসবহুল এ প্রমোদতরীটি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com