স্কুল থেকে ফেরার পথে সড়কে ঝরল শিশুর প্রাণ

প্রকাশ: ২২ মার্চ ২৩ । ১৫:০৩ | আপডেট: ২২ মার্চ ২৩ । ১৫:৩৭

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে স্কুল শেষে বাড়ি ফেরার সময় টিনবোঝাই করিমন গাড়ির চাপায় ফাতেমা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জাতআমরুল এলাকায় আত্রাই-ভবানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা খাতুন(৬) উপজেলার জাতআমরুল উত্তর পাড়ার উজ্জল হোসেনের মেয়ে ও আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

জানা যায়, ফাতেমা স্কুল ছুটি হলে হেঁটে বাড়ি ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা টিনবোঝাই একটি করিমন (ভটভটি) গাড়ি তাকে ধাক্কা দিলে যানটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেছেন। গাড়িটি থানায় জব্দ করে রাখা আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com