
সীমা অক্সিজেন কারখানা পরিচালক পারভেজের জামিন
প্রকাশ: ২২ মার্চ ২৩ । ১৯:২৬ | আপডেট: ২২ মার্চ ২৩ । ১৯:২৬
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীমা অক্সিজেন কারখানার পরিচালক পারভেজ উদ্দিন। ফাইল ছবি
এর আগে গত ১৪ মার্চ চট্টগ্রাম নগরী থেকে শিল্প পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর পরদিন কোমরে রশি বেঁধে তাকে আদালতে তোলা হয়। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। এ ঘটনায় শিল্প পুলিশের এসআই অরুণ কান্তি বিশ্বাসকে প্রত্যাহার করা হয়।
গত ৪ মার্চ বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় সীমা অক্সিজেন কারখানায় ওই বিস্ফোরণে সাতজন নিহত ও ২৮ জন আহত হন।
এ ঘটনায় ৬ মার্চ কারখানার তিন মালিকসহ ১৬ জনকে আসামি করে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা করেন বিস্ফোরণে নিহত আবদুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম।
মামলায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, তার দুই ভাই কারখানার পরিচালক পারভেজ উদ্দিন ও আশরাফ উদ্দিন ওরফে বাপ্পিকে আসামি করা হয়। এ ছাড়া কারখানার ব্যবস্থাপক আবদুল আলিম, প্ল্যান্ট ইনচার্জ সামসুজ্জামান সিকদারকেও মামলায় আসামি করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com