
অনুষ্ঠানে বক্তারা
নারী আন্দোলনের আপোসহীন নেত্রী ছিলেন রাখী দাশ পুরকায়স্থ
প্রকাশ: ২২ মার্চ ২৩ । ১৯:৪৬ | আপডেট: ২২ মার্চ ২৩ । ২২:৩০
সমকাল প্রতিবেদক

নারী আন্দোলনের অন্যতম সংগঠক ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রাখী দাশ পুরকায়স্থ। টেকসই নারী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন, যা নতুন প্রজন্মের জন্য প্রেরণা। দক্ষ সংগঠকও ছিলেন তিনি।
প্রয়াত এ নারীনেত্রীর স্মরণে বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক রচিত স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ : রাখী দাশ পুরকায়স্থ স্মারকগ্রন্থ’ নামক এ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত নারীনেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, রাখী দাশ পুরকায়স্থ ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক। তার সংগ্রামী জীবন ছিল নারীর ব্যক্তিসত্তা, নারীপুরুষের সমতা এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিবেদিত। বাংলাদেশের নারী আন্দোলনে তিনি ছিলেন এক অগ্রণী সৈনিক।
বক্তারা বলেন, প্রয়াত রাখী দাশ পুরকায়স্থের সংগ্রামী জীবনের আদর্শকে অনুসরণ করে নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেয়ার মাধ্যমেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্মারকগ্রন্থ সম্পাদনা পরিষদের সদস্য মফিদুল হক, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, সাংবাদিক সোহরাব হাসান, কবি সজ্জাদ শরীফ, মনিরা ত্রিপুরা ও বহিৃশিখা দাশ পুরকায়স্থ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com