বগুড়ায় বাজার নিয়ন্ত্রণ অভিযানে আট দোকানিকে জরিমানা

প্রকাশ: ২২ মার্চ ২৩ । ২১:২২ | আপডেট: ২২ মার্চ ২৩ । ২১:২৫

বগুড়া ব্যুারো

শহরের কলোনী বাজারে অভিযান - সমকাল

বগুড়ায় পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর ১২টার দিকে শহরের কলোনী ও ফুলতলা বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিস ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, পবিত্র রমজানকে সামনে রেখে বুধবার বাজার নিয়ন্ত্রণে কলোনী ও ফুলতলা বাজারে অভিযান চালানো হয়। এ সময় আট দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় তিন মুরগী বিক্রেতাকে ছয় হাজার, চার মুদি দোকানিকে পাঁচ হাজার ও একদ সবজি বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com