
অধ্যক্ষের অনৈতিক প্রস্তাবে প্রত্যাখান করায় সাময়িক বরখাস্তের অভিযোগ শিক্ষিকার
প্রকাশ: ২২ মার্চ ২৩ । ২১:৪৭ | আপডেট: ২২ মার্চ ২৩ । ২২:০২
লালমনিরহাট প্রতিনিধি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষিকা শিরিন তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না - সমকাল
লং ড্রাইভে যেতে রাজি না হওয়ায় কলেজ শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করেন একই কলেজের শিক্ষিকা শিরিন তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না।
বুধবার বিকেলে লালমনিরহাট শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। এ সময় তার মা আমেনা শিরীন মুসতাযীর উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শিক্ষিকা তামান্না বলেন, গত বছরের মার্চ মাসে কলেজের একটি ভবনের নির্মাণকাজ পরিদর্শনকালে প্রভাষক তামান্নাকে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন অধ্যক্ষ আব্দুর রউফ সরকার। প্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করেন তামান্না। পরে তিনি ই-মেইল ও মোবাইল ফোনে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এ কারণে ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষ তার বিরুদ্ধে কলেজে অনুপস্থিত থাকার অভিযোগ এনে ওই বছরের ২৩ মে কারণ দর্শানোর নোটিশ দেন। ২৯ মার্চ তিনি নোটিশের জবাব দেন। এরপর থেকেই অধ্যক্ষ তাকে চাকরিচুত্যির হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।
তিনি বলেন, প্রতিকার চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আবেদন করলে জেলা শিক্ষা কর্মকর্তা ১ মার্চ ঘটনার তদন্ত করেন। এখনও প্রতিবেদন দেওয়া হয়নি। গত ৪ মার্চ তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছেও অভিযোগ দেন। এসব বিষয়ে সুরাহার আগেই অধ্যক্ষ নিয়মনীতির তোয়াক্কা না করে তাঁকে সাময়িক বরখাস্ত করেন বলে অভিযোগ করেন তিনি।
লং ড্রাইভে যাওয়ার প্রস্তাবের অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আব্দুর রউফ সরকার জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিক্ষক শিরিন তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নাকে সাময়িক বরখাস্ত করেছে কলেজের গভর্নিং বডি।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, অভিযোগের তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com