
‘জাতীয় উন্নয়নে অবদান রাখছে কর ক্যাডারের নারী কর্মকর্তারা’
প্রকাশ: ২২ মার্চ ২৩ । ২২:২৩ | আপডেট: ২২ মার্চ ২৩ । ২২:২৩
সমকাল প্রতিবেদক

ছবি: সংগৃহীত
বর্তমানে দেশে বিসিএস কর ক্যাডারের নারী কর্মকর্তার সংখ্যা ১২০, তারা পুরুষ কর্মকর্তাদের মতোই পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় উন্নয়নে অবদান রাখছেন। প্রজন্ম থেকে প্রজন্ম পারস্পারিক সহমর্মিতা ও সৌহার্দের হাত ধরে এগিয়ে যাবে কর বিভাগের নারীরা।
আজ বুধবার রাজধানীর পুরান পল্টনে ট্যাপ ক্লাবে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন নারী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী।
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এবারের নারী দিবসের প্রতিপাদ্য। এই স্লোগানটি আয়কর বিভাগের সব নারী কর্মকর্তাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। প্রযুক্তির উন্নয়নে আয়কর বিভাগকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদযাপন কমিটির আহ্বায়ক ও কর অঞ্চল-১১ (ঢাকা) এর কর কমিশনার রওনক আফরোজ বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিএস কর ক্যাডারের সব নারীদের এই প্লাটফরম তাদের সামগ্রিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে বিভিন্ন উইমেন ফোরাম বিকাশ লাভ করলেও বিসিএস কর ক্যাডারে এটি এখনও সম্ভব হয়নি। ভবিষ্যতে একটি উইমেন ফোরাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কর অঞ্চল ৬ এর কর কমিশনার লুৎফুল আজীম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য শাহীন আক্তার, নারী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত কর কমিশনার রোকসানা তাবাচ্ছম, অতিরিক্ত কর কমিশনার জিনাত আরা প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com