
সরকারের পদক্ষেপে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত: সুজিত
প্রকাশ: ২২ মার্চ ২৩ । ২২:৩৭ | আপডেট: ২২ মার্চ ২৩ । ২২:৩৭
অনলাইন ডেস্ক

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ ও জাতীয়করণ করেছেন।
তিনি বলেন, সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সাধিত হয়েছে।
আজ বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, বাঙালি জাতির ভাগ্য উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করেছেন। শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা অনুধাবন করেছিলেন বঙ্গবন্ধু। তাই তিনি একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন। শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তুলেছিলেন শিক্ষা ব্যবস্থা।
তিনি বলেন, স্বাধীনতার পর ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছিলেন বঙ্গবন্ধু। প্রাথমিক শিক্ষা সরকারিকরণ, সংবিধানে শিক্ষা বাধ্যতামূলক, শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ নানা কার্যক্রম বাস্তবায়িত করেছেন। ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন বঙ্গবন্ধু।
ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. হান্নান মিজির সভাপতিত্বে কুমুরুয়া সূর্য রায নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই। এসময় আরও উপস্থিত ছিলেন- ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস, চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী দাতাসদস্য অজিত রায় নন্দী প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com