উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনের দাবি

প্রকাশ: ২২ মার্চ ২৩ । ২২:৫১ | আপডেট: ২২ মার্চ ২৩ । ২২:৫১

খুলনা ব্যুরো

বিশ্ব পানি দিবস উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে খুলনার বিভিন্ন সংগঠন। বুধবার সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে লিডার্স, ওয়াটার কিপার্স বাংলাদেশ, খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেয় খুলনার পরিবেশ সুরক্ষা মঞ্চ, হিউম্যানিটিওয়াচ, বেলা, ছায়াবৃক্ষ, গতিসহ কয়েকটি সংগঠন।

বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রমান মুকুলের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সিডিপির বিভাগীয় সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লব। বক্তব্য দেন রাজনৈতিক সংগঠক মিজানুর রহমান বাবু, বাপার খুলনা বিভাগীয় সমন্বয়কারী বাবুল হাওলাদার, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, পরিবেশ সুরক্ষা মঞ্চের জাহাঙ্গীর হোসেন, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, হিউম্যানিটিওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, লিডার্সের অ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সিডিপির এস এম এ রহিম ও গতির আইটি সমন্বয়কারী রেজওয়ান আশরাফ প্রমুখ।

বক্তারা বলেন, ভৌগোলিক ও মানবসৃষ্ট কারণে দেশে সুপেয় পানির সংকট অত্যন্ত প্রকট। এই সংকট দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি। উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে পানি সংকটের নেতিবাচক প্রভাব রয়েছে। দেশের উপকূলবর্তী ১৯টি জেলায় প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষের বাস। তাঁদের মধ্যে আধারযোগ্য পানি সংগ্রহ করতে পারেন না প্রায় ৩ কোটি মানুষ এবং দেড় কোটি মানুষ ভূগর্ভস্থ লবণাক্ত পানি পানে বাধ্য হচ্ছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতে, যেখানে পানযোগ্য প্রতি লিটার পানিতে লবণের সহনীয় পরিমান শূন্য থেকে ১ হাজার মিলিগ্রাম, সেখানে উপকূলীয় অঞ্চলে প্রতি লিটার পানিতে রয়েছে ১ হাজার থেকে ১০ হাজার মিলিগ্রাম।

তাঁরা আরও বলেন, নদীভাঙন, বন্যা, চিংড়ি চাষ ও ভূগর্ভস্থ পানির লবণাক্ততার কারণে গত কয়েক বছরে সুন্দরবন এলাকায় সুপেয় পানির সংকট বেড়েছে। সুন্দরবন উপকূলে ৭৩ শতাংশ পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com