সাবেক শিক্ষকের অভিযোগ

টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছেন না চবি উপাচার্যের মেয়ে

প্রকাশ: ২২ মার্চ ২৩ । ২২:৫৩ | আপডেট: ২২ মার্চ ২৩ । ২৩:৩৫

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের মেয়ে রিফাত মোস্তফা টিনা একজন শিক্ষকের কাছ থেকে আড়াই লাখ টাকা ধার নিয়ে আর ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত চেয়ে গত ১৪ মাসে দুই দফা চিঠি দিয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আসহাব উদ্দিন খালেদ। 

সর্বশেষ গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন তিনি। এর আগে গত জানুয়ারিতে উপাচার্য ও তার মেয়ে বরাবর পাওনা টাকা পরিশোধের জন্য চিঠি পাঠান তিনি। 

চিঠিতে বলা হয়, গত বছরের ১৯ জানুয়ারি উপাচার্যের অনুরোধে টিনাকে দুই লাখ টাকা ধার দেন আসহাব। এরপর ২৪ এপ্রিল তাকে আরও ৫০ হাজার টাকা ধার দেন তিনি। পরে উপাচার্য আসহাবকে ডেকে চিঠি প্রত্যাহার করতে বলেন। এক পর্যায়ে তাকে ভয়ভীতিও দেখানো হয়।  

আসহাব বলেন, এখন উপাচার্যের মেয়ে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন। টিনা একজন প্রতারক। নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে অনেকের কাছ থেকে টাকা নেন তিনি। তবে টিনা বিশ্ববিদ্যালয়ের কোনো পদে নেই। 

এ বিষয়ে জানতে উপাচার্য ড. শিরীণ আখতার ও টিনাকে ফোন করলেও তারা সাড়া দেননি। চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com