ফেরদৌসের জীবন খাতার পাতা

প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক


২১ মার্চ ২০২৩
সকাল ৭টা

ঘুম থেকে উঠে খালি পেটে একটু কুসুম গরম পানি পান করি। এটি আমার দৈনন্দিন  রুটিন।  পরে  কফিতে চুমুক দিই। যেহেতু সকালে বাসায় ছিলাম, তাই মেয়েদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি।

সকাল ৮টা
আমার মেয়ে নুজহাত, নামিরা স্কুলে যাবে। ঘুম থেকে উঠেই শুরু হয় ওদের তাড়াহুড়া। মেয়েদের নিয়ে স্কুলে যেতে হয়েছে। বাস পর্যন্ত দিয়ে এলাম। সকালের নাশতা করেছি। শুটিং না থাকলে জিমে যাই। সুইমিং করি। গলফ খেলি। দিনের শেষে নিজের শরীরটাই হচ্ছে সম্পদ। এটিকে রক্ষা করা দরকার।

সকাল ১০টা
খুব ব্যস্ততায় কেটেছে এ সময়।  একটি ফ্যাশন হাউসের পাঞ্জাবির ফটোশুটে অংশ নিই। ঈদকে সামনে রেখে এ কাজটি হয়েছে। আমার বাসার নিচের একটি অফিসে শুটের জন্য মেকআপ নিয়েছিলাম।

দুপুর ২টা
পুরো বাসা ফাঁকা। কী আর করার, গুন গুন করে গাইতে গাইতে দেখে নেওয়ার চেষ্টা করলাম কোনো কাজ বাকি আছে কিনা।  বাসায়  লাঞ্চ করি। মেয়ে স্কুলে ছিল। বউও বাসায় ছিল না। আম্মার সঙ্গেই লাঞ্চ করেছি। তাঁর সঙ্গে খাবার খেতে অন্যরকম প্রশান্তি খুঁজে পাই। মাঝে মাঝে এই সময়টায় মন কেমন উদাস হয়ে যায়। তাই কখনও কখনও স্মৃতির ঝাঁপি খুলে বসি। ভাবি, জীবনটা একেবারে মন্দ নয়। এই যে গোছানো সংসার, সাধারণ জীবনযাপন– এটাই বা ক’জন পায়! আমি সত্যি ভাগ্যবান।

বেলা ৩টা
র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগ দিতে বাসা থেকে বের হই। ৬টায় অনুষ্ঠান থাকলেও বাসা থেকে একটু আগেভাগেই বের হয়েছিলাম।

বিকেল ৪টা
স্টেজ রিহার্সালের জন্য ভেন্যুতে আসি। পোশাক পরে রিহার্সালে নেমে পড়ি। আমার সঙ্গে উপস্থাপনা করেছেন পূর্ণিমা। অনেকেই জানেন, সে আমার ভালো বন্ধু। কাজের ফাঁকে ফাঁকে দুই বন্ধু মিলে আড্ডায় কেটেছে কিছুটা সময়।

সন্ধ্যা সাড়ে ৬টা
শো শুরু হলো ঠিক সাড়ে ৬টায়। একটানা ৯টা পর্যন্ত এ শো চলে। শুটিং না থাকলে সাধারণত এ সময় সন্তানদের নিয়ে দূরে কোথাও ঘুরতে বের হই। কখনও কখনও বাসায়ই থাকি। নিজেকে সময় দিতে সব সময় মন চায়। আমার ঘরকে বেশ এনজয় করি। বারান্দা, বেডরুমে নিজের মতো করে সময় কাটতে ভালো লাগে। বই পড়ি, টিভি দেখি। লিখি। কখনও কখনও নেটফ্লিক্সে সিনেমা দেখি। কোথায় কী হচ্ছে সংবাদ দেখে তা জানার চেষ্টা করি। রাজনীতি নিয়ে যেহেতু আগ্রহ রয়েছে, যে জন্য এ ধরনের খবর বেশি মনোযোগ দিয়ে দেখি।

রাত ৯টা
গুলশান হোটেল লেক শোরে ‘গিগাবাইট’-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ছিলাম।

রাত সাড়ে ১১টা
বাসায় এসে মেকআপ তুলে গোসল করে সন্তানদের সঙ্গে সময় পার করলাম।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com