
আ. লীগ নেতা ও নারী ইউপি চেয়ারম্যানকে মারধরের মামলায় গ্রেপ্তার ১
প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ১১:৪৫ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ১১:৪৫
সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ ও তার স্ত্রী রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেগম সনিয়া সবুর আকন্দসহ অন্য নেতাকর্মীদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আসামি হাসানুল হক রিপনকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের মাছিমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির চাচাতো ভাই। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের ওসি রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার দুপুরে বেলকুচির রাজাপুর ইউপি কার্যালয় সংলগ্ন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। নির্বাচনের সময় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আকন্দ ও তার স্ত্রী ইউপি চেয়ারম্যান সনিয়া সবুরসহ অন্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। সে সময় তাদের মারধর করা হয়। পরে ইউপি কার্যালয়ে মোহাম্মদ ও সনিয়া সবুরকে অবরুদ্ধ রেখে কার্যালয় ভাঙচুরও করা হয়। ওই নির্বাচনে প্রাক্তন শিক্ষক শাহজাহান আলীর প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগ নেতা রবিন হাসান রকি। হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ নেতা রকি, হাবিবে মিল্লাত, আকতার হামিদ, রকির চাচা আল মাহমুদ, আতাউর রহমান ও রিপনসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় দুটি মামলা করেন মোহাম্মদ আলী আকন্দ ও সনিয়া সবুর আকন্দ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com